কিয়েভের প্রায় ৮০ শতাংশ বাসিন্দা রয়েছে পানি সংকটে
মৌসুমী ইসলাম শান্তা
রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহর। শহরগুলোতে দেখা দিয়েছে পানি ও বিদ্যুতের তীব্র সংকট। কৃষ্ণ সাগরে রুশ জাহাজে কিয়েভের ড্রোন হামলার জবাবেই এ হামলা বলে জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
সোমবার (৩১ অক্টোবর ২০২২) জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ক্ষতিগ্রস্ত হয় ১৮টি গুরুত্বপূর্ণ স্থাপনা। যার বেশিরভাগই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। হামলার পর দেশটির বিভিন্ন শহরে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। কিয়েভের প্রায় ৮০ শতাংশ বাসিন্দা রয়েছে পানি সংকটে।
আরোও পড়ুন : ভারতের গুজরাটে সেতুধসের ঘটনায় গ্রেফতার ৯
গেলো সপ্তাহে ক্রিমিয়ায় মস্কোর নৌবহরে ড্রোন হামলার জবাবে ইউক্রেনের অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি, কৃষ্ণ সাগরে হামলার জেরে শস্য রপ্তানি বন্ধের কথাও জানান তিনি।