ইমরান খানের ওপর হামলায় বিক্ষোভে উত্তাল পাকিস্তান

ইশতিয়াক হোসেন

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলার ঘটনায় বিক্ষোভে উত্তাল পাকিস্তান। আইনি জটিলতায় পড়েছে ঘটনার তদন্ত। আর ইমরান খানের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পাকিস্তান সেনাবাহিনী।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হত্যাচেষ্টায় সন্দেহভাজন শুটার ও অস্ত্র সরবরাহকারীসহ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। তবে মামলা নিয়ে অচলাবস্থার কারণে আইনি জটিলতার মুখে পড়েছে ঘটনার তদন্ত। মামলার আসামি হিসেবে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অন্তর্ভুক্তির দাবি থেকে পিটিআই প্রধান সরে না আসার জেরে এখনো নথিভুক্ত হয়নি অভিযোগ। ঘটনায় কোন সেনা কর্মকর্তা জড়িত নয় জানিয়ে ইমরানের অভিযোগকে ভিত্তিহীন বলছে পাকিস্তান সেনাবাহিনী।

এদিকে, লংমার্চে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে শুক্রবার পাকিস্তানের করাচি, ইসলামাবাদ, লাহোর, কোয়েটা, পেশোয়ার, মালাকান্দসহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকজন পিটিআই নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০৩ নভেম্বর ২০২২) ইমরান খানের লংমার্চে এই হামলার ঘটনা ঘটে । হামলায় ইমরান খান তার পায়ে গুলিবিদ্ধ হন ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button