বিশ্বকাপের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কাতারে টুরিজম খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশী অধ্যুষিত এলাকা মদিনা মোররা’য় উদ্বোধন করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ট্যুরস এন্ড ট্রাভেলস এর ৩য় শাখা।
ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠান উদ্বোধন করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও শ্রম মিনিস্টার ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং প্রথম সচিব পাসপোর্ট অফিসার মাহাদী হাসান ।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আরিফুর রহমান, রিয়াজুল ইসলাম, তৌহিদ খান এবং মোঃ আরাফাত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদশী উপস্থিত ছিলেন।