রংপুরে সাইকেল কারখানা চালু করেছে আরএফএল
শফিকুর রহমান: রংপুর প্রতিনিধি
স্থানীয় ও আন্তর্জাতিকভাবে বাইসাইকেলের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরএফএল গ্রুপ গত ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়ায় আরেকটি কারখানা চালু করেছে।
বৃহস্পতিবার সাইকেল কারখানার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সাইকেল তৈরির পাশাপাশি, কারখানাটি ফ্রেম, কাঁটাচামচ, টায়ার, টিউব এবং সাইকেলের অন্যান্য উপাদান তৈরি করবে। কারখানাটিতে প্রায় ৬০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এবং এতে প্রায় এক হাজার লোকের কর্মসংস্থান হবে।
আরএফএল ২০১৪ সাল থেকে সাইকেল তৈরি ও বিপণন করছে। আরএফএলের প্রথম সাইকেল কারখানা হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অবস্থিত। কারখানাটির এখন বার্ষিক উৎপাদন ক্ষমতা আট লাখ পিস সাইকেল।
কোম্পানিটি বলেছে যে তার সাইকেল এখন ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, অস্ট্রিয়া এবং বেলজিয়াম সহ ১৫টি দেশে রপ্তানি করা হয়।