কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে দুই শ্রমিককে এক মাসের কারাদন্ড
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশু খাদ্য সন্দেশ তৈরির অপরাধে অপূর্ব ভাই ভাই কারখানায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীফলতলী এলাকায় অবৈধ সন্দেশ কারখানায় অভিযান চালিয়ে ওই কারখানার হারুন, লুৎফর নামে দুই শ্রমিককে আটক করা হয়। পরে দুই শ্রমিককে এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। তবে এঘটনায় ওই অবৈধ কারখানার মালিক সুভরাজ পলাতক রয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ । এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।
ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পন্য তৈরির অপরাধে দুই শ্রমিককে এক মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।