গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে : মির্জা ফখরুল
হুমায়ুন কবির
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পরাজিত করা হবে বলেও জানান তিনি।
আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন,দেশে সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া,সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বন্দী নেতাকর্মীদের মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা,জাসাস।
এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন,দেশে সুষ্ঠু নির্বাচনে প্রধান বাধা সরকার প্রধান।
এদিকে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে পিলখানা ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন,পিলখানা হত্যাকান্ড নিয়ে প্রহসনের বিচার হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিলখানার ঘটনায় বিএনপিকে জড়িয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের কঠোর সমালোচনা করেন। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হবেনা বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ।