বৈরি আবহাওয়া কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ

আমানুল হক বাবুল, কক্সবাজার জেলা প্রতিনিধি

বৈরি আবহাওয়া কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আটকা পড়েছে প্রায় দেড় হাজার পর্যটক। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে জাহাজ চলাচল আপাতত বন্ধ রয়েছে। আটকা পড়া পর্যটকরা স্বাভাবিক আছেন। জাহাজ চলাচল শুরু হলে সকলে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button