প্রধানমন্ত্রীর ঈদ উপহার পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “শুরুতে আমরা তীব্র সংকটের মুখে পড়ি। এমতাবস্থায় আমরা মোটরসাইকেল বন্ধ করতে বাধ্য হয়েছি এবং সময়ের পরিবর্তনে আমার মনে হয় চালকরা যারা মোটরসাইকেলে যেতে আসতে আগ্রহী তাদের মধ্যে শৃঙ্খলাবোধ দায়িত্বশীলতা জাগ্রত হয়েছে বলে আমাদের বিশ্বাস।”

আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর পৌনে ১২ টার দিকে পদ্মা সেতুর টোলপ্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

সেতু মন্ত্রী বলেন, একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে সিদ্ধান্ত দিলেন যে ঈদ উপলক্ষ্যে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে। তবে কিছু নিয়মকানুন আছে। যেমন, ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাতে হবে, সেতুর উপরে গাড়ি থামিয়ে ছবি তোলা যাবেনা এবং কোন অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না।”

মন্ত্রী আরো বলেন, “আশাকরি যারা সেতুতে মোটরসাইকেলে আসা যাওয়া করবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কারণ পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। যদি পদ্মা সেতুতে চলাচলে কোন যানবাহনের অচলাবস্থা হয় তাহলে পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়ে যেতে পারে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button