সারাদেশে আজ থেকে ৩১ আগষ্ট পর্যন্ত চলবে সরকারের বোরো ধান, চাল ও গম কেনার কার্যক্রম। এবছর ধান ৩০ টাকা, চাল ৪৪ টাকা ও গম ৩৫ টাকা দরে ক্রয় করা হচ্ছে।
রোববার (৭ মে) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তর থেকে ভার্চুয়ালি এই কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
মন্ত্রী বলেন, এবছর ৪ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে।
গত মাসে এক সভায় খাদ্যমন্ত্রী জানান, আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৬ লাখ ৫০ হাজার টন ধান ও চাল কিনবে সরকার। ধান ও চালের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা। এ ছাড়া গম ৩৫ টাকা করে কেনা হবে।