বিনোদন

বেঞ্চে শুয়ে পুত্র জয় আর ফুটপাতে বসে শাকিব খান

মোহনা অনলাইন

এ মাসের প্রথম দিকে যুক্তরাষ্ট্রে মুক্তি পায়  শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। মুক্তি উপলক্ষে দেশটিতে উড়াল দেন শাকিব। এর কিছুদিন পরই দেশটিতে পাড়ি জমান অভিনেতার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তাদের ছেলে আব্রাম খান জয়। এরপর বিভিন্ন সময় তাদের একসঙ্গে দেখা গেছে। এবার যা দেখা গেল তা দেখে অবাক সবাই।

যুক্তরাষ্ট্রের রাস্তায় ফুটপাতে থাকা বেঞ্চে চোখ বন্ধ করে শুয়ে আছেন ছেলে জয়। তার পাশেই মাটিতে লম্বা চুল মেলে বসে আছেন তারকা শাকিব। পরনে টি-শার্ট আর শর্টস। ছবিটি দেখেই স্পষ্ট—মিষ্টি রসায়ন চলছে বাবা-ছেলের। ছবিটি শাকিব ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন, ‘আমার পাপার প্রথম যুক্তরাষ্ট্র ট্রিপ’। তবে ছবিটি কে তুলেছেন জানা যায়নি। ধারণা করা যায়, বর্তমানের শাকিবের সঙ্গে আমেরিকাতে থাকা অপু বিশ্বাসই এই ছবির কারিগর।

সম্প্রতি তাদের একসঙ্গে ঘোরাঘুরির ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, বেশ ভালোই সময় কাটছে তাদের। জয় অনেক বেশি মজা করছে। যুক্তরাষ্ট্রে জয়ের প্রথম আসা। এ নায়িকা জানান, ছেলে জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে শাকিব। শপিংমলে ঘুরছে। তারকা বাবার পকেট ফতুর করছে। শপিংমলে গিয়ে যে জিনিসিই পছন্দ হয় সেটিই নিচ্ছে জয়। আর তার বাবাও ছেলের পছন্দের সব জিনিস কিনে দিচ্ছে।

এদিকে অপু বিশ্বাস এবার আমেরিকায় যাওয়ার পর তাদের অতীত সংসার জীবনের বিভিন্ন ধরনের কথা আবার নতুন করে গণমাধ্যমে প্রচার হচ্ছে। অন্যদিকে শাকিবের দ্বিতীয় সংসারের কথা উঠে আসছে। তবে এসব নিয়ে অপু বিশ্বাস মুখ খুললেও শাকিব কোনো মন্তব্যই করছেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button