মহররমের তাজিয়া মিছিল বের করার সময় ভারতের ঝাড়খণ্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৪ জন মারা গেছে। গতকাল শনিবার (২৯.০৭.২৩) প্রদেশটির বোকারো জেলায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছে আরও ১০ জন। তাদের মধ্যে ৯ জনের শারীরিক অবস্থা সংকটজনক।
এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, শনিবার সকাল ৬টায় মহররমের শোভাযাত্রা বের করার সময় লোহার রডে বিদ্যুতের হাই টেনশন তার লেগে যায়। তার ফলেই তড়িতাহত হয় কয়েকজন।
রাজ্যের রাজধানী রাঁচি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পেটারওয়ার থানার সীমানার অধীনে খেতকো গ্রামে ঘটনাটি ঘটেছে। শনিবার সকাল ৬টার দিকে তারা একটি মহরম মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তারা একটি ধর্মীয় পতাকা বহন করছিলেন, যার খুঁটিটি লোহার ছিল। কোনোভাবে এটি ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। তখন এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।’