শান্তিপূর্ণ পরিবেশে চলছে চট্টগ্রাম -১০ আসনের ভোট গ্রহণ
চট্টগ্রাম প্রতিনিধি
শান্তিপূর্ণ পরিবেশে চলছে চট্টগ্রাম -১০ আসনের ভোট গ্রহণ। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে ভোট। ১৫৬ কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছে কমিশন।
সকাল ৮ টায় নিউ টাইগাপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দেন আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। ভোটারদের উপস্থিতি দেখে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামীলীগ ছাড়াও নির্বাচনে জাতীয় পার্টির শামসুল আলম লাঙ্গল, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত সোনালী আঁশ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া ছড়ি, স্বতন্ত্র প্রার্থী মোঃ আরমান আলী বেলুন ও মনজুরুল ইসলাম ভুঁইয়া রকেট প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এই আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন। শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠানের লক্ষ্যে প্রতি কেন্দ্রে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়নের পাশাপাশি মাঠে ৮ জন নির্বাহী এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ডা. আফছারুল আমীন এই আসনে টানা তিনবার বিজয়ী হয়েছিলেন। গত ২ জুন আফছারুল আমীনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।