চট্টগ্রামসংবাদ সারাদেশ

আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ , নষ্ট হচ্ছে যন্ত্রাংশ

আশুগঞ্জ প্রতিনিধি :তসলিম আহমেদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানাটি বানিজ্যিক ভাবে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সালে। বিসিআইসির নিয়ন্ত্রনাধীন কারখানাটি প্রতিষ্ঠার পর থেকেই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। ইতিমধ্যে কারখানাটির আয়ুকাল শেষ হয়ে যাওয়ায় বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করতে হচ্ছে। চলতি বছরের ১ মার্চ থেকে কারখানার যন্ত্রাংশ মেরামতের জন্য বন্ধ করেন কারখানা কতৃপর্ক্ষ। যন্ত্রাংশ মেরামত শেষে গত ১৫ জুন উৎপাদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বাখরাবাদ গ্যাস কোম্পানী গ্যাস সংকটের কথা জানিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। ফলে কারখানার চালু করা সম্ভব হচ্ছে না।

কারখানাটি চালু রাখতে প্রতিদিন ৪৮ থেকে ৫০ (এমএমসিএফ) মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। টানা প্রায় ৫ মাস যাবত কারখানাটি বন্ধ থাকায় বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে যাচ্ছে। তাই গ্যাস সরবরাহের দাবিতে কারখানায় কর্মরত প্রায় ১২শ শ্রমিক-কর্মচারীরা একাদিকবার আন্দোলন করেও মিলছেনা কোন ফলাফল । শ্রমিক-কর্মচারীরা জানান, কারখানাটি বন্ধ থাকলে বিদেশ থেকে সার আমদানি করতে হবে বেশি দামে। এতে সরকারের কোটি কোটি টাকা লোকসান হবে। এছাড়া দ্রূত গ্যাস সরবরাহ করে চালু করা না হলে কারখানাটি পুনরায় চালু রাখা সম্ভব হবে না বলে জানান শ্রমিক নেতারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button