খেলাধুলা

না ফেরার দেশে পিসিবির সাবেক চেয়ারম্যান ইজাজ বাট

মোহনা অনলাইন

দীর্ঘদিন অসুস্থ থাকার পর  না ফেরার দেশে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ও দেশটির সাবেক ক্রিকেটার ইজাজ বাট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

লাহোরে বৃহস্পতিবার (০৩ আগষ্ট) মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি। সেখানে তার পবিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানানো হয়।

২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেন বাট। তার সময়েরই ২০০৯ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

১৯৩৮ সালের ১০ মার্চ শিয়ালকোটে জন্ম নেওয়া বাট খেলোয়াড়ি জীবনে ছিলেন কিপার-ব্যাটসম্যান। ১৯৫৯ থেকে ১৯৬২ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট খেলেছেন তিনি। কাজ করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবেও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button