ময়মনসিংহসংবাদ সারাদেশ
বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
শেরপুর জেলা প্রতিনিধি: রেজাউল করিম বকুল
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্য স্মরণে শেরপুরে আলোচনা সভা হয়েছে। বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের আয়োজনে শনিবার রাতে শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদের সভাপতি শিক্ষাবিদ-গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবীন সাংবাদিক সুশীল মালাকার প্রধান অতিথি এবং মনিসিংহ-ফরহাদ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা প্রদীপ চক্রবর্তী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অবক্ষয়ের প্রবল স্রোতে মুল্যবোধ বিবর্জিত রাজনীতি যখন আত্ম প্রতিষ্ঠার কৌশল, ব্যবসা বুদ্ধি ও অর্থনৈতিক সুবিধা হাসিলের হাতিয়ার হয়ে ওঠেছে, সেখানে রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য ছিলেন ব্যতিক্রম। জনজীবনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিঁনি জনমুক্তির পক্ষে কাজ করেছেন। মানব মুক্তির অগ্রসৈনিক ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। তঁার মতো দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক, ত্যাগী, নিষ্ঠাবান রাজনীতিক সমাজে বিরল। সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর, অবহেলিত জনগোষ্ঠি, দলিত-হরিজন সম্প্রদায় এবং নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির অধিকার আদায়ের সংগ্রামে তিঁনি ছিলেন বলিষ্ঠ কন্ঠস্বর। পঙ্কজ ভট্টাচার্য আজ আর আমাদের মাঝে নেই। লোকান্তরে পাড়ি জমালেও তিঁনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বেঁচে থাকবেন তঁার কর্মে-চেতনায়। তঁার মতো দেশপ্রেমিক-মানব প্রেমিকদের মৃত্যু নেই।
উল্লেখ্য, ঐক্য ন্যাপ সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা আজীবন সংগ্রামী রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন গ্রহণ করেছিলেন।
এবছরের (২০২৩ সালের) গত ২৪ এপ্রিল রাজধানীর একটি হাসপাতালে তিঁনি পরলোক গমন করেন।