রংপুরসংবাদ সারাদেশ

তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপরে

নীলফামারী প্রতিনিধি: ময়নুল হক

নীলফামারীর ডালিয়া তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপরে কয়েকটি গ্রাম প্লাবিত।
উজানের ঢলে ও টানা বর্ষনে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সোমবার সকাল থেকে বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে রেখেও পানির উত্তাল ঢেউয়ের তোড় সামলাতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একদিকে টানা বর্ষন অন্যদিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানির লেবেল বৃদ্ধি পায় । এতে করে তিস্তার নিম্নাঞ্চল এলাকার ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়েনর বাইশপুকুর মৌজার ৪শত ও ছোট খাতা মৌজার ৫শত পরিবার এবং টেপাখরিবাড়ী ইউনিয়নের পূর্ব ছাতনাই গ্রামের ৪৫০ টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১০হাজার মানুষ ।পানিবন্দি মানুষ জন মানবেতর জীবন যাপন করছে।  নিম্নাঞ্চলের মানুষ বাড়ী ঘর সরিয়ে তিস্তার বাঁধে আশ্রয় নিচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button