চলে গেলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। জামাতে ইসলামীর সাবেক নায়েবে আমির মানবতা বিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল

বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মৃত্যুবরণ করেছেন।
সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান তিনি।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ড. এস এম মোস্তফা জামান।
জানান সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীর আবারও ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। পরে ৭টা ১০ মিনিটে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর দেড়ঘন্টা পর ৮টা ৪০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।