খেলাধুলা

টেস্ট থেকে বিদায় নিলেন হাসারাঙ্গা

মোহনা অনলাইন

সীমিত ওভারের ক্রিকেট ক্যারিয়ার আরও দীর্ঘায়িত করতে টেস্ট থেকে অবসর নিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই অলরাউন্ডার ইতোমধ্যে তার সিদ্ধান্ত শ্রীলংকা ক্রিকেট বোর্ডকে (এসএলসি) জানিয়ে দিয়েছেন। খবর ক্রিকইনফোর।

সাদা পোশাকে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল হাসারাঙ্গার। যেখানে এই ফরম্যাটে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৪টি উইকেট ও একটি হাফসেঞ্চুরি করেছেন। তিনি শেষ টেস্টটি খেলেছেন ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে।

 তার অবসর প্রসঙ্গে এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা এক বিবৃতিতে জানান, আমরা তার সিদ্ধান্ত গ্রহণ করেছি ও আমরা আত্মবিশ্বাসী যে তিনি সাদা বলের ক্রিকেটে আরও কার্যকরী হবেন।

সব মিলিয়ে প্রথম শ্রেণির ৪৪টি ম্যাচ খেলেছেন হাসারাঙ্গা। তিনি ১০২টি উইকেট নিয়েছেন। এছাড়া তার তিনটি সেঞ্চুরি ও ১৯টি হাফ সেঞ্চুরি রয়েছে।

জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত ৪৮টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা যথাক্রমে ৬৭ ও ৯১।  

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button