খেলাধুলা

মেসির পায়ে ভর করে ফাইনালে মায়ামি

মোহনা অনলাইন

ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই উড়ছেন লিওনেল মেসি, উড়ছে তার দলও। মেসির উপর ভর করেই অপ্রতিরোধ্য গতিতে ছুটছে মায়ামি। টানা ছয় ম্যাচেই পেল জয়ের স্বাদ। ফলে নতুন ইতিহাস লিখেছে দলটি।

প্রথমবারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলবে তারা।

পেনসিলভেনিয়ার সুবারু পার্কে  বুধবার  ৪-১ গোলে জিতেছে মায়ামি। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন মেসি।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি। ডানপ্রান্ত থেকে সতীর্থের লম্বা পাস রক্ষণজাল ছিড়ে নিয়ন্ত্রণে নেন জোসেফ মার্টিনেস। এরপর ডান পায়ের কোনাকুনি ভলিতে লক্ষ্যভেদ করেন এই স্ট্রাইকার।

ম্যাচের আঠারো মিনিটে দেখা মেলে মেসি জাদুর। মার্টিনেসের কাছ থেকে বল পেয়েছিলেন প্রায় মাঝমাঠে। সেখান থেকেই নেন জোরালো নিচু শট। অব্যর্থ সেই শটেই ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন জাদুকর।

এ নিয়ে মায়ামির হয়ে খেলা ছয় ম্যাচেই গোলের দেখা পেলেন রেকর্ড সাতবারের এই বর্ষসেরা ফুটবলার। আসরে তার মোট গোল হলো ৯টি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান আলবা। বাম প্রান্ত থেকে পাল্টা আক্রমণে স্কোরলাইন ৩-০ করে দেন এই স্প্যানিয়ার্ড।

ম্যাচের ৭৩তম মিনিটে একটি গোল শোধ দেয় ফিলাডেলফিয়া। আর রুইজের গোলটি ৮৪তম মিনিটে। ডান প্রান্ত থেকে মেসি বল দেন ইয়েদলিনকে। ইয়েদলিনের পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান ৪-১ করে দেন মিডফিল্ডার রুইজ।

আগামী শনিবার ফাইনাল। শিরোপা লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ এফসি মনটেরি ও নাশভিল এসসির মধ্যে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button