বরিশালসংবাদ সারাদেশ

ঝালকাঠি প্রানী সম্পদ কার্যালয়ের আসবাবপত্র গোপনে বিক্রির অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি: মো: রুবেল

কোনরকম নিলাম ছাড়াই ঝালকাঠি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের লক্ষাধিক টাকার পুরাতন কলাপসিবল গেট, ৭টা ফ্রীজ, ও জানালার গ্রীলসহ পুরাতান আসবাবপত্র ও সরঞ্জাম পানির দরে বিক্রীর অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্তরা বিক্রির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, অফিসের মালামাল এক রুম থেকে অন্য রুমে নেয়ার জন্য ভ্যানে উঠানো হয়েছিলো।

রোববার বিকেল ৩টার দিকে ঝালকাঠি প্রাণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযোগে জানা গেছে, কয়েকজন অফিস স্টাফ মিলে স্থানীয় মো. লিটন নামে এক ব্যক্তির  কাছে অফিসের ৭টা ফ্রীজ ৩ হাজার টাকা, কলাপসিবল গেট ও জানালার গ্রীলসহ পুরতান অফিস সামগ্রী ৪৬ টাকা দরে ৯০ কেজি বিক্রি করে দেন। বাজার মূল্য বেশি থাকলেও গোপনে বিক্রি করায় পানির দামে বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে। ক্রেতা মো. লিটন সাংবাদিকদের জানান, প্রাণী সম্পদ কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম ক্রয় করে তা ভ্যানে তুলে নেয়ার প্রস্তুতি নেন। এসময় স্থানীয়দের কাছে বিষয়টি ধরা পরে। তবে বিক্রি বিষয়টি অস্বীকার করে মালামালের দায়িত্বে থাকা ষ্টোর কিপার দোলোয়ার হোসেন জানান, অফিসের মালামাল এক রুম থেকে অন্যরুমে নেয়ার জন্য ভ্যানে উঠানো হয়েছিলো।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ নিয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button