চট্টগ্রামসংবাদ সারাদেশ

পর্যটকদের পদচারনায় মুখর ধর্মনগর কালী বাড়ি পদ্মবিল

আখাউড়া প্রতিনিধি: মোঃ মোশারফ হোসেন কবির 

আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর গ্রামের দক্ষিণ পাশে দিগন্ত জুড়ে কালী বাড়ি পদ্মবিলের অবস্থান। প্রায় শত বছর পূর্বে থেকে বিলে প্রাকৃতিক ভাবে পদ্ম ফুল ফুটার কারনে বিলটি পদ্মবিল নামে পরিচিত। উপজেলায় বিনোদনের জন্য তেমন কোনো স্থান না থাকায় পর্যটকরা ভিড় জমাচ্ছে এ স্থানটিতে। বিলের সুন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে পর্যটকরা। বিশেষ করে ছুটির দিনগুলোতে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। পদ্ম ফুলের সঙ্গে ছবি তুলে অনেকেই নিজেকে স্মৃতির ফ্রেমে বন্দী করে রাখছে। বিলে ঘুরার জন্য রয়েছে বেশকিছু ছোট বড় নৌকা, নির্ধারিত ভাড়া দিয়ে নৌকায় চড়ে সহজে যে কেউ পদ্মবিল ভ্রমণ করতে পারে খুব সহজে। অন্যান্য বছরের তুলনায় এবছর বৃষ্টিতে অনেক পদ্ম নষ্ট হয়ে গেলেও নতুন করে ফোটা পদ্ম দেখে খুশি দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা ।
উপজেলা প্রশাসনের নির্দেশনা থাকার পরেও অকারনে অনেকেই পদ্মফুল ছিড়ে নিয়ে যাচ্ছে, এতে করে নষ্ট হচ্ছে বিলের সৌন্দর্য, পদ্মবিলের সৌন্দর্য রক্ষা ও পদ্ম সংরক্ষণের লক্ষ্যে ফুল না ছিড়ার প্রতি অনুরোধ করেন বিলে ঘুরতে আসা সচেতন অনেক পর্যটক, এছাড়াও স্থানীয় সরকারের প্রতি অনুরোধ  বিলে ঘুরতে আসা পর্যটকদের সুবিধার্থে বসার কিছু আসনের ব্যবস্থা করা ও অন্তত একটি ওয়াশরুম তৈরি করে দেওয়ার আহ্বান জানান অনেকেই ।
পদ্মবিল আমাদের প্রাণ ও প্রকৃতির অংশ, এর সৌন্দর্য রক্ষায়, পর্যটক, স্থানীয় লোকজন সহ সকলকে সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদ্মবিল ও তার আশেপাশে বেশ কিছু সাইনবোর্ড টানানো হয়েছে, এছাড়াও পদ্ম ও পদ্মবিলের সৌন্দর্য রক্ষার্থে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা ।
আখাউড়ার পদ্মবিলটি মিনারকোট থেকে ঘাগুটিয়া, কালি বাড়ি হয়ে কসবা উপজেলার গোসাইস্থল পর্যন্ত প্রায় ১০০ একর জায়গায় জোরে বিস্তৃত। এই বিলে বাংলা আষাঢ় মাস থেকে কার্তিক মাস পর্যন্ত পুরো ৫মাস পদ্মফুলে রঙিন থাকে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button