টাঙ্গাইলে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে চার শতাধিক শিক্ষার্থী দাবি আদায়ের জন্য নানা ধরণের স্লোগান দিয়ে বিক্ষোভ করে। টানা ১৫ দিন ধরে ক্লাস বর্জন করে রাস্তায় নেমেছে এসব শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।
মানবন্ধনে বক্তব্য রাখেন ম্যাটস শিক্ষার্থী আকাশ, শাকিল, রাসেল, সজিব ও কৌশিক।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে টাঙ্গাইল মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সকল ইনটার্ন ডিপ্লোমা চিকিৎসকবৃন্দসহ বিভিন্ন বেসরকারি ম্যাটসের শিক্ষার্থীরা অংশ নেন।