পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া একটি দুর্ঘম পাহাড়ি অঞ্চল। সেখানে বসবাসকারী লোকজনের জীবন ব্যবস্থা সাভাবিক জীবনের চেয়ে একে বারেই ভিন্ন।
খাইবার পাখতুনখোয়া প্রদেশ,জনসংখ্যার ভিত্তিতে পাকিস্তানের তৃতীয় বৃহত্তম প্রদেশ। যেখানে পাহাড়ি অঞ্চলে সড়ক পথে যাতায়াতের কোন ব্যবস্থা নেই। খাড়া আর ভায়ানক পাহাড়ের লোকজন চলাফেরা করে ক্যাবল কারে করেই। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে হাজার ফুট উচুতে ক্যাবল কারই ভরসা। এমনকি কোন কোন অঞ্চলের স্কুলের ছেলে মেয়েদের প্রতিদিন হাজার ফুট উচু পাহাড় থেকে ক্যাবল কারে করেই স্কুলে যেতে হয়।
অনেক সময় ঘটেও নানান বিপত্তি। সম্প্রতি ঘটেছিল এমন একটি ঘটনা, ক্যাবল কারে চেপে স্কুলে যাওয়ার সময় হঠাত তার চিড়ে ভূমি থেকে প্রায় ১২শ ফুট উচুতে ১৫ ঘন্টা ঝুলে ছিল ৬ শিক্ষার্থীসহ ২ জন শিক্ষক। পড়ে সেনাবাহিনীর সহায়তায় এক রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হয়।