জাতীয়

জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করেছে জ্বালানী সরবরাহকারী তিনটি প্রতিষ্ঠান

মোহনা অনলাইন

৩ দফা দাবী বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে জ্বালানী তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করেছে জ্বালানী সরবরাহকারী তিনটি প্রতিষ্ঠান।

সকাল থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের চারটি ডিপোতে কর্মসূচী পালন করছে বাংলাদেশ ট্যাংকলরী ওনার্স এসোসিয়েশন ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটি।

জানা যায়, চারটি ডিপো থেকে বিমানে ব্যবহৃত ১৫০টি  জেট ফুয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন, কেরাসিন ও ফার্নিস অয়েলের প্রতিদিন ৮শ’ গাড়ি জ্বালানী তেল ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় সরবারাহ করে থাকে। আন্দোনকারী প্রতিষ্ঠানগুলোর নেতৃবৃন্দ বলেন, জ্বালানী তেল পরিবহণকারী ট্যাংকলরীর লাইফ পঞ্চাশ বছর,বিক্রয়ের কমিশন কমপক্ষে সাড়ে সাত পার্সেন্ট ও গ্যাজেট প্রকাশের মাধ্যমে কমিশন এজেন্টের দাপ্তরিক স্বীকৃতির দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button