অর্থনীতিজাতীয়

অবসরের পর পরিচালক হওয়ার সুযোগ পাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা

মোহনা অনলাইন

অবসর বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর এখন থেকে ব্যাংক কর্মকর্তারা একই ব্যাংকের পরিচালক হতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক নির্দেশনায় রোববার (০৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো ব্যাংক কর্মকর্তা অবসর, অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না।

তবে এর আগের এক নির্দেশনায় বলা হয়েছিল, নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর বা অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কখনোই একই ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button