৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ঠিক কবে হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি বলছে, লিখিত পরীক্ষার প্রশ্ন তৈরির কাজ চলমান। প্রশ্ন তৈরি শেষ হলেই পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। লিখিত পরীক্ষা অক্টোবরে হওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসির একাধিক সূত্র সংবাদমাধ্যমকে বলে, ৪৫তম বিসিএসের প্রশ্ন তৈরির কাজ করছে পিএসসি। প্রশ্ন তৈরির কাজ শেষে পরীক্ষার দিন চূড়ান্ত করা হবে। এর যুক্তি হিসেবে ওই সূত্র জানায়, প্রশ্ন তৈরির আগে পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হলে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে। কারণ, কোনো কারণে ওই সময়ের মধ্যে যদি প্রশ্ন তৈরি সম্ভব না হয়, তাহলে পিএসসিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে বা তারিখ পেছাতে হতে পারে।
চলতি বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয় ১২ হাজার ৭৮৯ জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করেছে পিএসসি। গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল দিয়েছে পিএসসি।