খুলনাজাতীয়সংবাদ সারাদেশ
রামপালে আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উইথ পাইপ লাইন ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের উদ্বোধন
সবুজ হাওলাদার
শুরু থেকেই রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহায়তায় স্থানীয়দের জীবনমান ও সামাজিক উন্নয়নে নানা ধরণের কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের কাঠামারী এলাকায় আয়রন রিমোভাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উইথ পাইপ লাইন ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ এর (বিআইএফপিসিএল) কমিউনিটি ডেভেলপমেন্ট’র অংশ হিসেবে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক।
পরে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ প্রকল্পের উদ্বোধনী আলোচনা সভায়ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র খালেক। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ এর (বিআইএফপিসিএল) প্রধান মহাব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র, প্রকল্প পরিচালক অতনু দত্ত, মহাব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মঙ্গলা হারিন্দ্রান, ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) তারিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আশরাফুল আলম।
বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী প্রাঃ লিঃ রামপাল-মোংলার বাসিন্দাদের কর্মসংস্থান, বেকারত্ব হ্রাসে প্রশিক্ষণ, স্বাবলম্বীকরণ উপকরণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য-চিকিৎসা ও সুপেয় পানির সরবারাহের মত নানা ধরণের উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।