সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোক্তাদের কিনতে হচ্ছে আলু, পেঁয়াজ ও ডিম।
গতকাল (১৪সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর দাম প্রতি কেজি ৩৫-৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা নির্ধারণ করে দেয়।
আজ শুক্রবার মগবাজার আমবাগান এলাকা সহ মোড়ের দোকানগুলোতে ফার্মের মুরগির ডিম ১৩ টাকা পিস বিক্রি হতে দেখা যায়। এছাড়াও প্রতি কেজি আলু ৫০ টাকা কেজি, দেশি পেঁয়াজ ৮৫-৯০ টাকা এবং ভারতের আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি ৬৫ থেকে ৭৯ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
সরকারের বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি করছেন না কেন এমন প্রশ্নের জবাবে বিক্রেতারা জানান, বেশি দামে তাদের পণ্য কেনা ছিল তাই সেই অনুযায়ী বিক্রি করছেন তারা।
আমবাগান এলাকার মুদি দোকানদার হৃদয় হোসেন বলেন, “আমি ডিম কিনেছি পাইকারি ১২.৫০ টাকা। সে হিসেবে এক হালির দাম ৫০-৫৩ টাকা যদি না বিক্রি করি, তাহলে তো আমাদের খরচই উঠবে না।”
তিনি বলেন, পাইকারিতে দাম না কমলে খুচরায় কমবে না