উৎসব মুখর পরিবেশে নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলা বিলহালতি ত্রিমোহনই আত্রাই নদীর শাখা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে। নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভির করে এই খেলা দেখার জন্য।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিংড়া উপজেলা লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এর আয়োজন ও সভাপতিত্বে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ খেলা টি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপির উদ্বোধনের কথা থাকলেও তিনি সরকারী কাজে ঢাকায় থাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী এই প্রতিযোগিতায় উদ্বোধন করেন।
বড় নৌকা পাটুল চ্যালেঞ্জার বনাম সিংড়া ঘাশি দেওয়ান। এদের মধ্যে বিজয়ী হয় পাটুল চ্যালেঞ্জার। ছোট নৌকা চারটি তিনরাউন্ডে খেলা হয়, এতে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী করে। এতে বড় নৌকা বিজয়ীর হাতে ফ্রিজ আর ছোট নৌকা প্রথম পুরস্কার এলইডি টিভি ও দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সদস্যরা।