ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অনুসারীদের দুভাগে ভাগ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৪৬ মিনিটে অধ্যাপক ড. আসিফ নজরুল এ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
‘আওয়ামী লীগাররা দুধরনের। প্রথম ধরনের যারা, তারা মূলত: ১৯৭৫ পূর্ব মানসিকতার। এরা আওয়ামী লীগকে ভালোবাসে, কিন্তু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে।’
‘দ্বিতীয় ধরনের যারা, তারা ১৯৭৫ সালের বাকশালী চেতনার। এরা বহুদলীয় গণতন্ত্র বা মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না। এরা মনে করে যত খারাপ কাজই করুক দেশ শাসনের একমাত্র অধিকার আওয়ামী লীগের।
‘দ্বিতীয় শ্রেণির লোকদের আমি নাম দিয়েছি “হৃদয়ে বাকশাল”। দুঃখজনক বিষয় হচ্ছে কিছু মানবাধিকার কর্মী, বিশিষ্ট পেশাজীবী ও সুশীল সমাজের মানুষও আছেন এর মধ্যে। এই শ্রেণির সংখ্যা ক্রমেই বাড়ছে।’