বিনোদনরংপুর

কুড়িগ্রামের ধরলা নদীতে নৌকা বাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ওমর ফারুক

কুড়িগ্রামের ধরলা নদীর তীরে দীর্ঘ ২৪ বছর পর গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলাকে ঘিরে দূর দূরান্ত হতে শিশু-কিশোরসহ নানান বয়সের মানুষজনের উপচে পড়া ভীড়ে ধরলার দুই তীর হয়ে উঠেছিল জনসমুদ্র। ১১ দিন ব্যাপি ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা-উপজেলার ২২ টি নৌকা অংশ গ্রহণ করে।

এর মধ্যে প্রথম স্থান অধিকার করে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারির ঝাড় এলাকার ৭১ এর সৈনিক এবং ২য় স্থান অধিকার করে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের শুলকুর বাজার এলাকার উড়ালচন্ডী নামের নৌকাটি।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট আইনজীবী আব্রাহাম লিঙ্কন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো. রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পাভেল, ফিরোজ শাহীসহ অনেকে।

গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং মানুষের মাঝে বিনোদনের খোরাক জোগানোর লক্ষ্যে এ খেলার আয়োজন করায় খুশি উৎসুক জনতা। প্রতি বছর এমন খেলার আয়োজন করবেন আয়োজকরা এমনটাই প্রত্যাশা খেলাপ্রিয় দর্শকদের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button