রাজনীতি

আজ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা

মোহনা অনলাইন

আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা রোববার (০৮ অক্টোবর) অনুষ্ঠিত হবে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গণভবনে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান জানান, গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী আওয়ামী লীগ এ দুই আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বিক্রি করে। এতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৬ ও লক্ষ্মীপুর-৩ আসনে ১৪ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কুমিল্লা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উপকমিটির সদস্য শাহজাহান আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হান্নান রতন, সদস্য আবু শামীম মোহাম্মদ পিয়ার, সাবেক অর্থবিষয়ক সম্পাদক শাহ মফিজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, সাবেক সদস্য কামরুজ্জামান আনসারী, আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছফিউল্লাহ (হুমায়ুন মিয়া), সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেন ও সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক সৈয়দ তানবির হোসেন কাউসার, ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট সোসাইটি সদস্য মাইনুল হাসান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদুর রহমান ও সরাইল উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক জালাল মিয়া।

লক্ষ্মীপুর-৩ আসনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, আওয়ামী যুবলীগের সদস্য শওকত হায়াত, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল হাসেম, সাবেক ছাত্রলীগ কর্মী সামীমা হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা হাসিবুর রহিম, জাতীয় কমিটির সদস্য এম আলা উদ্দিন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান, জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন (আজাদ ভূঁইয়া), আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য খোকন চন্দ্র পাল, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ফাহিম কামাল চৌধুরী উপল, মহিলা আওয়ামী লীগের সদস্য জাকিয়া সৃজনী শিউলী প্রমুখ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button