হামাস ও ইসরাইলের চলমান সংঘাতে এখন পর্যন্ত ২ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১০ হাজার ৮৫৯ জন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে রাষ্ট্রীয় সংবাদসংস্থা ওয়াফা।
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা এই অভিযানের নাম দেয় ‘আল-আকসা স্টর্ম’। এই হামলার পরপরই গাজা উপত্যকায় পাল্টা হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
হামাস ও ইসরাইলের চলমান সংঘাতের আজ ১১তম দিন। এখনও গাজায় বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরাইল। এছাড়া তারা এখন গাজায় স্থল ও সমুদ্রপথে হামলার প্রস্তুতি নিচ্ছে। এই সংঘাতের কারণে গাজা উপত্যকায় বসবাসকারী ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট।
অন্যদিকে এই সংঘাতে এখন পর্যন্ত ১,৪০০ ইসরাইলি নিহত হয়েছে। ইসরাইলের গত ৫০ বছরে ইতিহাসে এই প্রথম কোনও হামলায় এত ইসরাইলি মারা গেল।