ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরাইলের ১৯৯ নাগরিককে জিম্মি করেছেন। এ ছাড়া হামাসের হামলায় এখন পর্যন্ত অন্তত ২৯১ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। গত সোমবার ইসরাইলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগেরি এ তথ্য জানিয়েছেন।
ড্যানিয়েল হ্যাগেরি বলেন, এখন পর্যন্ত ১৯৯টি ইসরাইলি পরিবার সেনাবাহিনীর নজরে এসেছে, যাদের ভালোবাসার মানুষকে হামাস জিম্মি করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিয়ে গেছে। তাঁদের ফিরিয়ে আনতে সেনাবাহিনী সব সময় কাজ করছে।
৭ অক্টোবর গাজা থেকে ইসরাইলে হাজার হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে ইসরাইলের ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালান হামাস যোদ্ধারা। এ সময় তাঁরা বিদেশি নাগরিকসহ বহু ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যান।
হামাসের হামলা শুরুর দিনই গাজায় ব্যাপক বোমাবর্ষণ করে ইসরাইল। এর পর থেকে টানা চলে আসছে পাল্টাপাল্টি হামলা। ইসরাইলের বোমার আঘাতে গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অপর দিকে হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ।