প্রভাবশালী সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার কথা স্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী। অধিকৃত পশ্চিম তীরে তাকে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আল জাজিরা আরবি’র দীর্ঘদিনের টিভি সংবাদদাতা শিরিন গত ১১ মে ২0২২ ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে ইসরাইলি সামরিক অভিযানের খবর সংগ্রহ করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তাকে গুরুতর অবস্থায় জেনিনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে স্থানীয় সময় ৭টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।
জানা যায়, সংবাদ সংগ্রহের সময় তিনি একটি প্রেস ভেস্ট পরেছিলেন এবং তাকে গুলি করার সময় অন্য সাংবাদিকেরা তার পাশেই ছিল। এসময় আল জাজিরার আরেক সাংবাদিক আলী আল-সামুদিও গুলিবিদ্ধ হন। তিনি স্থিতিশীল অবস্থায় আছেন।
নাবলুসের আল-নাজাহ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রধান আবু আকলেহের মাথায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।