আন্তর্জাতিক
‘সময় শেষ’ বলে ইসরাইলকে হুঁশিয়ারি দিল ইরান
গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরাইলি হামলায় ৫০০ বেসামরিক মানুষ নিহতের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান ইসরাইলকে সতর্ক করে বলেছেন, ‘সময় শেষ হয়ে গেছে!’
এছাড়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সতর্ক করে বলেছেন, মার্কিন-ইসরাইলের বোমার আগুন খুব শিগগিরই ইসরাইলকে গিলে খাবে।
গাজায় হাসপাতালে ইসরাইলের ভয়াবহ বোমা হামলা পাঁচশ’ লোক নিহত হওয়ার পর বুধবার (১৮ অক্টোবর) রাইসি এই হুঁশিয়ারি দেন।
বার্তা সংস্থা ইরনার খবরে রাইসিকে উদ্ধৃত করে বলা হয়েছে, গাজায় আজ সন্ধ্যায় যে বোমা ফেলা হয়েছে সেই মার্কিন-ইসরাইলের বোমার আগুন শিগগিরই ইহুদি রাষ্ট্রটিকে গ্রাস করবে।