প্রতি ১৫ মিনিটে গাজায় প্রাণ হারাচ্ছে একটি শিশু
হামাসের হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের ১১ দিনের বিমান হামলায় তিন হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক হাজার শিশু রয়েছে। অর্থাৎ প্রতি ১৫ মিনিটে মারা যাচ্ছে একজন শিশু। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক এনজিও সেভ দ্য চিলড্রেন।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি বলেছে, গাজায় ১১ দিন ধরে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এসব হামলায় এক হাজারের বেশি শিশু নিহত হয়েছে। মোট নিহতের এক-তৃতীয়াংশ শিশু। গাজায় প্রতি ১৫ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে।
গত ৭ অক্টোবর থেকে টানা ইসরায়েলি বোমা হামলা এবং অবরোধের কারণে গাজায় মানবিক সংকট দেখা দিয়েছে। পানি ফুরিয়ে যাচ্ছে বিধায় নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে সেভ দ্য চিলড্রেন।
এর আগে গত সোমবার গাজায় আসন্ন পানীয় জলের সংকট নিয়ে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি বলেছে, মানুষ, বিশেষ করে ছোট শিশুরা, শিগগিরই পানিশূন্যতার কারণে মারা যেতে শুরু করবে।
ফিলিস্তিনে সেভ দ্য চিলড্রেনসের পরিচালক জেসন লি বলেছেন, গাজার শিশুদের জন্য পানি ও সময় ফুরিয়ে যাচ্ছে। যুদ্ধ বন্ধ কিংবা যুদ্ধবিরতি না হলে হাজার হাজার শিশুর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।