ফিলিস্তিনিদের জন্য শোক পালনে পতাকা অর্ধনমিত রেখেছে মার্কিন দূতাবাস
ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ। এদিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও এই কর্মসূচি পালন করছে। এ লক্ষ্যে ঢাকার মার্কিন দূতাবাস শনিবার (২১ অক্টোবর) সকালে পতাকা অর্ধনমিত রেখেছে।
ঢাকার মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র প্রতিটি নিরপরাধ জীবনের জন্য শোক প্রকাশ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা প্রতিটি ধর্মের এবং প্রতিটি জাতীয়তার বেসামরিক নাগরিকদের শোক জানাই যারা সংঘর্ষে নিহত হয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এর অংশ হিসেবে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।