নেপালের রাজধানী কাঠমন্ডুতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। রোববার (২২ অক্টোবর) সকাল ৭টা ৩৯ মিনিটে কাঠমান্ডুসহ আশেপাশের অঞ্চলে এই কম্পন অনূভূত হয়। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।
দেশটির জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ধাদিং জেলায়। এই ভূকম্পন বাগমতি ও গানদাকি প্রদেশের কয়েকটি জেলাতেও অনুভূত হয়েছে।
তবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত হওয়ায় নেপালে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সেসময় প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি হয়।