ঢাকারাজনীতিসংবাদ সারাদেশ

‘ফিলিস্তিনের নির্যাতিতদের শোকে শেখ হাসিনাই বেশী শোকাভিভূত’-শ্রীপুরে দুর্জয় 

আলফাজ সরকার আকাশ: শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

আলফাজ সরকার আকাশ: শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দুর্জয় বলেছেন, “বিএনপির এসব সমাবেশ কর্মসূচী আওয়ামীলীগ তোয়াক্কা করেনা। ওরা নৈরাজ্য,আগুন সন্ত্রাস করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিন্দু পরিমানও ছাড় দিবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে ওইসকল সন্ত্রাসীদের প্রতিরোধ করবে আওয়ামীলীগ। দেশের মানুষ শান্তি চায়,নিরাপদ আশ্রয় চায়। যা বঙ্গবন্ধু কন্যা দিচ্ছে”।
জামিল হাসান দুর্জয় বলেন, “ফিলিস্তিনের মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর চোখেও পানি এসেছে। তিনিও ওই হামলার নিন্দা প্রস্তাব জানিয়ে শোক প্রকাশ করেছেন। কারন, পরিবার হারা মানুষের আর্তনাদ তিনিই বুঝেন। তাঁর পরিবারের সবাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তাই বঙ্গবন্ধু কন্যা সবসময়ই মানুষের আর্তচিৎকারে সবসময়ই শোকাভিভূত হন”।
নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অ্যাড. জামিল হাসান দুর্জয় বলেন,”আমার ডাকে তাৎক্ষনিক আপনাদের সাড়া দেওয়ায় আমি ধন্য। শ্রীপুরে আওয়ামী লীগের রাজনীতির ভিত্তি স্থাপন করে গেছেন আমার প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রহমত আলী। কোনো অপশক্তিই উনার পরিবারকে রাজনীতি থেকে বিচ্যুত করতে পারবে না। কারন রহমত আলী শ্রীপুরের মা-মাটি-মানুষের সাথে মিশে আছে “। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলের দিকে গাজীপুরের শ্রীপুরে আ’লীগের শান্তি মিছিল ও পথসভার বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দুর্জয়।
শ্রীপুর চৌরাস্তায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা রহমত আলী ভবন থেকে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর শুভ সূচনা করেন তিনি। এসময় কয়েক হাজার নেতাকর্মী শান্তি মিছিলে অংশ গ্রহন করেন।
বীর মুক্তিযোদ্ধা শামছুল হকের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, শ্রীপুর বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চন্নু, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর পৌর আ’লীগ নেতা হাসেম প্রধান, পৌর আ’লীগ নেতা হাজী সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সোবহান সরকার, শ্রীপুর পৌর আ’লীগ নেতা কামরুল হাসান বিএ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রীপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামীম ভুঁইয়া, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, উপজেলা মৎসজীবি লীগের আহবায়ক নুরুজ্জামান জামান,সাবেক ছাত্রলীগ নেতা সৌরভ প্রমূখ।
শ্রীপুর চৌরাস্তা থেকে রেলওয়ে স্টেশন মুক্ত মঞ্চ প্রদক্ষিন করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পথসভায় উপস্থিত হন। পথসভায় বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে জনগণকে সাথে নিয়ে সকল নেতাকর্মীদের মাঠে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা ।
author avatar
Mehedi Hasan
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button