জাতীয়

হরতালে লঞ্চ চলাচল স্বাভাবিক

মোহনা অনলাইন

বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী কম থাকায় লঞ্চ ছেড়েছে কম।

সদরঘাট ও এর আশেপাশের এলাকা স্বাভাবিক রয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ৭ টায় সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের তুলনায় অনেক কম দেখা গেছে। একই সঙ্গে বুড়ীগঙ্গা নদীতে নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।

চাঁদপুরগামী এক যাত্রী বলেন, গাড়ি চলছে কিন্তু আজকে গাড়ির থেকে লঞ্চে চলাচল বেশি নিরাপদ মনে করছি। নিজেদের মধ্যে তো হরতালের আতঙ্ক কিছুটা হলেও বিরাজ করছে। এ আতঙ্ক নিয়েই যাতায়াত করছি। সদরঘাটে আসতে তেমন কোনো বাধা পাইনি। যদিও রাস্তায় তেমন কোনো লোকজন ছিল না।

বোগদাদিয়া লঞ্চের আরেক যাত্রী বলেন, গতকাল রাজধানীতে সহিংসতার ঘটনায় আমরা সাধারণ মানুষেরা খুবই শঙ্কিত। আবার আজ হরতাল হওয়ার পরও লঞ্চ চলছে তাই ভাবলাম বাড়িতেই চলে যাই। যাত্রী সংখ্যা কম হলেও যথাসময়েই লঞ্চ ছেড়ে যাচ্ছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংবাদমাধ্যমকে বলেন, লঞ্চ চলাচল কাল রাত থেকেই স্বাভাবিক। সকাল থেকেও সব রুটে লঞ্চ আসা যাওয়া করছে। তবে যাত্রী একদম কম। হরতালে বিশৃঙ্খলার ভয়ে যাত্রী সংখ্যা কম।

সদরঘাট লঞ্চ টার্মিনালের বিআইডব্লিউটিএর কন্ট্রোল রুম থেকে জানা যায়, রাত ১২ থেকে সকাল ৮টা পর্যন্ত ছয়টি লঞ্চ দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। এর মধ্যে চাঁদপুরে তিনটি, ইলিশায় একটি, নড়িয়ায় একটি, মৃধার হাটে একটি। হাতিয়া, মুলাদি, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, ঘোষের হাট, লালমোহন, বোরহান উদ্দিন, কালাইয়া, ভাসানচর, বেতুয়া, পাতার হাট, ইলিশা থেকে ৮টা পর্যন্ত ঢাকাতে লঞ্চ এসেছে ২৪টি। অন্যান্য দিন এ সময় আরও বেশি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে যায়। যাত্রী কম দেখে লঞ্চ কম যাচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button