সম্প্রতি মুক্তি পেয়েছে আরিফিন শুভ’র চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রুপকার’। সিনেমাটির প্রচারে মুম্বাইয়ে রয়েছেন আরিফিন শুভ। সেখানেই ভারতীয় এক পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে মুজিব সম্পর্কে কথা বলেন শুভ।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মুম্বাই এখন আমার কাছে বাড়ির মতো মনে হয়। এখানে সবাই আমার নতুন নাম দিয়েছে। আমাকে তারা অরবিন্দ বলে ডাকে। আমিও তাতে সায় দেই।’ সাক্ষাৎকারে হিন্দিতে বেশ সাবলীলভাবে কথা বলেছেন আরিফিন শুভ।
হিন্দিতে এতো সাবলীল কথা কিভাবে বলেন, এমন প্রশ্ন করতেই শাহরুখ খানের নাম উল্লেখ করে আরিফিন ঠাট্রা করে বলেন, ‘এজন্য দয়া করে মিস্টার শাহরুখ খান এবং সমস্ত বলিউড তারকাদের দোষ দিন।’
তিনি কি হিন্দি সিনেমা দেখেন?- এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, “এটা কি অনিবার্য নয়? বাংলাদেশে বলিউডের প্রভাব ব্যাপক কারণ আমরা পাশাপাশি সীমান্তের। আমার অনেক উত্তর ভারতীয় বন্ধু এবং পাঞ্জাবি বন্ধু রয়েছে।”বলিউডে কাজ করার আকাঙ্খা আছে কিনা এমন প্রশ্নের জবাবে আরিফিন বলেন, ‘এই মুহূর্তে আমি জানি না।’
বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আরিফিন বেশ জনপ্রিয় নাম।