আসন্ন বাংলাদেশের সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জাননিয়েছে সরকার। ক্রমেই ঘনিয়ে আসা বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিদেশি গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়ে ইতোমধ্যেই ঢাকায় বিদেশি মিশনগুলোতে কূটনৈতিকপত্র দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত বুধবার (১ নভেম্বর) এ পত্র পাঠানো হয়েছে বলে জানা গেছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের মধ্য জানুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সব সময় একটি অবাধ, সুষ্ঠ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। ইসি চায় দেশি পর্যবেক্ষকদের পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা যেন সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
এক্ষেত্রে বিদেশি ‘বিদেশি পর্যবেক্ষক ও গণমাধ্যম নীতিমালা-২০২৩’ মেনে আবেদন করতে হবে। আবেদনপত্র ইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।