বিনোদন

এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের পুরস্কার জিতল ‘মাইক’

মোহনা অনলাইন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। চলতি বছরের ১১ আগস্ট মুক্তি পেয়েছে সিনেমাটি। নতুন খবর হল- দক্ষিণ এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের মুকুট জিতল ‘মাইক’। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন নায়ক ফেরদৌস আহমেদ।

ফেরদৌস জানান, দক্ষিণ এশিয়ার বেস্ট ফিচার ফিল্মের মুকুট জিতলো ‘মাইক’। টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনের পর বেস্ট এশিয়ান ফিচার ফিল্মের মুকুট জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাইক’।

তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ ও তানভীন সুইটি।

এছাড়াও আছেন তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button