আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধবিরতি দেবে ইসরায়েল

মোহনা অনলাইন

ইসরাইল গাজায় প্রতিদিন চার ঘণ্টা যুদ্ধবিরতি দেয়ার ঘোষণা দিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলের সাধারণ বাসিন্দাদের উত্তরাঞ্চলে সরে যেতে এই সুযোগ দেওয়া হবে।

প্রতিদিন তিন ঘণ্টা আগেই এই বিরতির সময় জানানো হবে। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের একথা জানিয়েছেন।

বিবিসি জানায়, ইসরাইল এর আগে গাজায় মানবিক ত্রাণকাজ এবং অধিবাসীদের সরিয়ে নেওয়ার জন্য স্থানীয়ভাবে বিরতি দিতে রাজি থাকলেও যুদ্ধবিরতি করতে রাজি হয়নি। এবারও তারা ‘কোনও যুদ্ধবিরতি হবে না’ বলে স্পষ্ট করেই স্মরণ করিয়ে দিয়েছে।

তবে দৈনিক চারঘণ্টা লড়াইয়ে বিরতি দেওয়ার যে সিদ্ধান্ত ইসরায়েল নিয়েছে তাকে ‘প্রথম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ’ বলেই অভিহিত করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি। তিনি আরও বলেন, আমরা অবশ্যই যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই প্রক্রিয়া চলমান থাকতে দেখতে চাই।

অবশ্য বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, চার ঘণ্টা খুবই কম সময়। তারা যুদ্ধবিদ্ধস্ত গাজা উপত্যকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আবারও দীর্ঘ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, কোনো ধরনের মানবিক বিরতির সুফল পেতে জাতিসংঘের সহযোগিতা নেওয়া প্রয়োজন। আর এতে সংঘাতে লিপ্ত সব পক্ষের সম্মতি দরকার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button