দুই সপ্তাহ আগে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করলে মিয়ানমারের উত্তরাঞ্চলে লড়াইয়ে প্রায় ৫০ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কের কার্যালয় এক আপডেটে বলেছে, ‘৯ নভেম্বর পর্যন্ত উত্তরাঞ্চলীয় শানে প্রায় ৫০ হাজার লোককে বাস্তুচ্যুত হতে বাধ্য করা হয়েছে।’