জাতীয়

অবরোধের আওতামুক্ত থাকবে শ্যামাপূজা

মোহনা অনলাইন

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে কি কি আওতামুক্ত থাকবে তা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান আওতামুক্ত থাকবে। একই সঙ্গে গণমাধ্যমের গাড়ি, অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি যথারীতি অবরোধের আওতামুক্ত থাকবে। আজ শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমনটাই জানিয়েছেন।

পূর্বঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হতে যাচ্ছে দেশব্যাপী। বিএনপির পাশাপাশি এক দফা আন্দোলনের অন্য শরিকেরাও একই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button