জাতীয়

জাতীয় পার্টির কার্যালয়ে পিটার হাস

মোহনা অনলাইন

আজ সোমবার (১৩ নভেম্বর) বেলা ৩টায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপির সাথে বৈঠক করতে দলটির কার্যালয়ে গেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন এবং এসংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সঙ্গে আলাপ করবেন পিটার হাস। বৈঠকে জাতীয় পার্টির উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে, গত ১৫ আগস্ট পিটার হাস ও জি এম কাদেরের মধ্যে বৈঠক হয়। এদিন দলটির উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা বলেছিলেন, জাতীয় নির্বাচন সামনে আসছে। নির্বাচন নিয়ে জাতীয় পার্টি কী ভাবছে রাষ্ট্রদূত তা জানতে চেয়েছেন। আমরা বলেছি, নির্বাচন নিয়ে জাতীয় পার্টি চিন্তা ভাবনা করছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আপাতত ৩০০ আসনে প্রার্থী দেয়ার চিন্তা রয়েছে।

এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানান, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে তার দেশ কাজ করছে। সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিবেশে নির্বাচন হওয়া উচিত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button