দিন যত গড়াচ্ছে গাঁজার পরিস্থিতি তত খারাপ হচ্ছে। ইসরাইলি হামলার ফলে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে গাঁজার হাসপাতালগুলো। গাঁজায় এখন পর্যন্ত কমপক্ষে ২২টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে।
ফিলিস্তিন সরকারের প্রেস সার্ভিস জানিয়েছে সেখানের ২২টি হাসপাতাল এবং ৪৯টি চিকিৎসা কেন্দ্র ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। এছাড়া বার্তায় আরো বলা হয়, ইসরাইলি বাহিনী গাজায় ৫৩টি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালায়।
গত ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাস হামলা চচালানোর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নাটকীয়ভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠে। হামাসের দাবি তাদের এ হামলা হচ্ছে জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি রাষ্ট্রের হামলার একটি প্রতিক্রিয়া।
ইসরায়েল গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে অবরোধ করার ঘোষণা দেওয়ার পাশাপাশি লেবানন এবং সিরিয়ার সুনির্দিষ্ট কিছু এলাকায় হামলা শুরু করে। পশ্চিম তীরেও সংঘর্ষ ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।