বিনোদন

ফিলিস্তিনের জন্যে সায়ানের গান

মোহনা অনলাইন

এক মাসের বেশি সময় ধরে চলা ইসরাইয়েলি আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিনের জন্য গান গাইলেন বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গানের শিরোনাম ‘আমার নাম প্যালেস্টাইন’। মঙ্গলবার গানের এক ঝলক গেয়ে শোনান সায়ান।

তার প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে সৃষ্টি এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’।

গানের বিষয়ে সায়ান বলেন, গানটা আমার প্রতিবাদ প্রকাশের একটি ভঙ্গি। আমি ফিলিস্তিনের পক্ষের মানুষ, আমি স্বাধীনতার পক্ষে। আমি পেছনের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না। এটা আপনারা ইতিহাস দেখলে বুঝতে পারবেন। আমি শুধু এটুকু বলি, একটা জাতি দীর্ঘদিন ধরে তার জায়গার জন্য সংগ্রাম করে আসছে। কিন্তু কীভাবে তারা ঠকে যাচ্ছে বারবার! তাদের অস্তিত্বটা দিন দিন কীভাবে কমে আসছে। আমাদের এই মাটিতেও গণহত্যা হয়েছিল। তখন পৃথিবীর অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। এবং একটা সময় আমরা লড়াই করে এই দেশটাকে পেয়েছি।

তিনি আরও বলেন, ফিলিস্তিনের এই সময়টাকে যুদ্ধ বলব কিনা বুঝতে পারছি না। এটা তো সরাসরি এক গণহত্যা; সেটা আর যুদ্ধ তো এক নয়। এর বিপক্ষে আমার স্পষ্ট অবস্থান এবং আমি সবাইকে আহ্বান জানাব, আপনারা যারা ফিলিস্তিনের পক্ষে আছেন, তারা আওয়াজ তুলবেন।

এই গায়ক জানান, ‘আমার নাম প্যালেস্টাইন’ গানের সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। ভিডিও নির্মাণ করেছেন প্রভাত। গানটি প্রকাশ হবে খুব শিগগিরই প্রকাশ হবে সায়ানের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, সর্বশেষ স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদকে নিয়ে একটি গান প্রকাশ করেছেন সায়ান। গেল ৩ নভেম্বর জেল হত্যা দিবসে ‘তাজউদ্দীন’ শিরোনামে গানটি প্রকাশ হয় অন্তর্জালে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button